মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফরিদপুরের মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে বক্তারা দেশের উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপি মধুখালীতে উদযাপিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
What's Your Reaction?






