মধুখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Mar 25, 2025 - 22:01
 0  8
মধুখালীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ ২০২৫ ইং মঙ্গলবার সকাল ১১টায় মধুখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। এছাড়া, সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কে এম তানজির নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. আ. মান্নান মিয়া, মধুখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন এবং গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি—বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow