মরহুম আলহাজ্ব মো: খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগঃ নামাজীদের মধ্যে সাইকেল বিতরণ
মরহুম আলহাজ্ব মো: খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রগণ করেছে। কিশোরদের নামাজ পড়ায় উদ্ধুদ্ধ করতে পুরস্কারের আয়োজন করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুরের বালিয়াকান্দিতে মরহুম আলহাজ্ব মো: খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কর্ণধার মরহুমের সন্তানেরা। এই ফাউন্ডেশনটি ইতোমধ্যে এলাকায় সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক সমাদৃত হয়েছে।
গত ২১ ডিসেম্বর বিকেল ৪ টায় বালিয়াকান্দিস্থ মরহুম আলহাজ্ব মো. খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী কিশোরদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে ইতোপূর্বে ঘোষণা করা হয়েছিল যে, যারা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবে, তাদের নতুন সাইকেল পুরস্কার প্রদান করা হবে।
সে ঘোষণার অংশ হিসেবেই ফাউন্ডেশনের পক্ষ হতে বিজয়ী ৩ জনকে নতুন সাইকেল এবং অন্যান্যদের বিশেষ পুরস্কার রাইস কুকার প্রদান করা হয়। আলহাজ্ব মো. খলিলুর রহমানের সন্তান মো. হাফিজুর রহমান বাবলুর সার্বিক তত্বাবধানে মরহুমের সন্তানেরা এই মহতী কাজ বাস্তবায়ন করে।
কিশোরদের নামাজ আদায়ের উৎসাহ প্রদানের এ কাজ চলমান থাকবে বলে জানান হাফিজুর রহমান বাবলু। ভবিষ্যতে এই ফাউন্ডেশনের পক্ষ হতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করাসহ আরও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলেও জানান। উল্লেখ্য আলহাজ্ব মো. খলিলুর রহমান ছিলেন একজন ধর্মীয় শিক্ষক। তার মাধ্যমেই এই এলাকার মানুষ ইসলামের আলোয় আলোকিত হয়। এখনো তিনি এলাকার মানুষের কাছে ইসলামের আলোকবর্তিকা হিসেবে সুপরিচিত।
What's Your Reaction?