মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন 

মো: শামীম মিয়া, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Nov 22, 2024 - 20:43
 0  24
মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর শ্রীনগর গ্রামে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁনের বাবার নামে পরিচালিত মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত আলী আকবর খাঁন মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। 

২১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার বুধন্তী ইউনিয়নের শ্রীনগর গ্রামবাসীর জন্য নির্মিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। 

প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁনের বাবার নামে পরিচালিত মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁন দেশ বিদেশে অনেক সামাজিক ও মানবিক কাজের সাথে সম্পৃক্ত। তিনি বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি, বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনেও সভাপতি। এছাড়াও তিনি প্রবাসে সফলতার সাথে ব্যবসা বানিজ্যের পাশাপাশি অনেক সংগঠনের উদ্যোক্তা, পরিচালক, উপদেষ্টা সহ বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সালিশকারক মোঃ মাহবুবুর আলম সর্দার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস খাঁন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর সাত্তার, সৌদি প্রবাস বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদ খাঁন, বিশিষ্ট সমাজসেবক বজলু মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অনেকেই বলেন, নুরুল আমিন খাঁন দীর্ঘদিন প্রবাস থেকে নিজের পরিবারের পাশাপাশি অসহায় পরিবার, মেধাবী শিক্ষার্থী, কন্যাদ্বায়গ্রস্ত পরিবার, অসুস্থ রোগী সহ সকল সামাজিক ও মানবিক কাজে দুই হাত খুলে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।  এবার শ্রীনগর গ্রামের মানুষের নামাজের সুব্যবস্থা করার লক্ষ্য মসজিদ নির্মাণ কাজ করার উদ্যোগ গ্রহন করেছে। যার কারনে আল্লাহ তার দুনিয়া রুজিরোজগার বৃদ্ধি, সুস্বাস্থ্য, নেক হায়াত ও আখেরাতে কামিয়াবি হাসিল করবে। এই দানের উসিলায় আল্লাহ তার পরিবার, আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিল করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow