মসজিদ কমিটির হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে মসজিদ কমিটির তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মুন্সী মিরান হোসেন (৪৩) মৃত্যুবরণ করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ (রোববার) সন্ধ্যায় নাকোল গ্রামের মসজিদ কমিটির অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে ঈদের আগের দিন রাতে নাকোল বাজারের পাশে একদল দুর্বৃত্ত যুবদল নেতা মিরান হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথায় পেছন দিক থেকে আঘাত করা হয়, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত শনিবার (৫ এপ্রিল) রাতে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে মিছিল বের করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
পরে রাতে নাকোল গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
What's Your Reaction?






