মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
মাগুরার মহম্মদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান আনারস প্রতীক নিয়ে-৪৩,৯৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শালিক প্রতীক নিয়ে মোঃ কবিরুজ্জামান কবির-৩৩,৯৬২ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ঈদুল শেখ চশমা প্রতীক নিয়ে-৪৮,০১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন শিকদার তালা প্রতীক নিয়ে-২২,০০১ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে মোছাঃ শামীমা হাসান পলি-৩৮,৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সপ্না রানী বিশ্বাস কলস প্রতীক নিয়ে-১৭,৪৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট-৬৪ টি ভোট কেন্দ্রে সকাল-৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল-১লাখ ৮১হাজার ৩৬২জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৩,৩৩৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.২৮℅।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পলাশ মন্ডল গত ২১মে রাতে বেসরকারি ভাবে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
What's Your Reaction?