মহম্মদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এপিএস মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Nov 16, 2024 - 16:19
 0  3
মহম্মদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এপিএস মধুমতি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন 

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন মধুমতী নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন। শুক্রবার সকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল,মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রহমান,যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় ছাত্র সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে এলাকাবাসী আয়োজনে ঝামা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মোয়াজ্জেম হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মরত ঝামা এলাকার কৃতিমুখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন আহম্মেদ খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল,পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ, কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম,মহম্মদপুর থানার এস আই রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝামা মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow