মহম্মদপুরে উন্নয়ন ও অগ্রগতি সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 4, 2025 - 19:27
 0  4
মহম্মদপুরে উন্নয়ন ও অগ্রগতি সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে উন্নয়ন ও অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সহকারী সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন। সভায় সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ, মাগুরা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এম তাওফিক কালাম অভি সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমীর নূর আহমদ আলী, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ছাত্র প্রতিনিধি মহম্মদপুর উপজেলা শাখার মেহেদী হাসান মামুন ও মো. রাকিবুল হাসান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. রেশমা পারভীন, ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আব্দুল ওহাব মিলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার আহ্বায়ক সেলিম হোসাইন, গণধিকার পরিষদ মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি কাজী সাঈফ, মো. নাঈম ও মো. পান্নু মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম সরদার।

প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বলেন, "সরকারের পক্ষ থেকে মাগুরা-২ আসনসহ পুরো জেলার উন্নয়নে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।" তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় বক্তারা শিক্ষা, যোগাযোগ ও যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow