মহম্মদপুরে এক গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ থানায় মামলা

ভ্রাম্যমাণ প্রতিনিধি,মাগুরা
Jun 9, 2024 - 14:33
 0  6
মহম্মদপুরে এক গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণ থানায় মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামে এক গৃহবধূ (২১) কে ভ্যান থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধুর মা বাদী বাদী হয়ে মহম্মদপুর থানায় ৭/৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০( সংশোধিত) ২০২০ অপহরণ পূর্বক গণধর্ষণ করার অপরাধে অভিযুক্ত চারজনের নামে মামলা করেছেন।যার মামলা নং-৯ তারিখ-৮জুন। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে ওই নারী আত্মীয় বাড়ি থেকে পিতার বাড়ি ফেরার পথে-২বছর বয়সী তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে আসছিলেন। এক পর্যায়ে পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথড়ী গ্রামের এলেমের মোড় নামক স্থানে পৌঁছালে ১ নং আসামি সহ অন্যান্য আসামিরা ওই গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে তাকে পাশে একটি পাটের ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এমনকি তার শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা। অভিযুক্তরা হচ্ছে,,আপন মোল্লা-( ২৫), হায়াতুল-(২০),নয়ন কাজী-(২২),,নয়ন-(২৮)। এ  বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান,৮ জুন এ নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সে আদালতে ২২-ধরায় জবানবন্দি প্রদান করেছে। আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow