মহম্মদপুরে কৃষক আতর লস্কার হত্যা মামলার তদন্তে কালক্ষেপন ও বিচারের দাবিতে মানববন্ধন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Feb 12, 2025 - 21:05
 0  4
মহম্মদপুরে কৃষক আতর লস্কার হত্যা মামলার তদন্তে কালক্ষেপন ও বিচারের দাবিতে মানববন্ধন 

মাগুরার মহম্মদপুরে মোঃ আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কার এর পুত্র।
 ১২ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কানুটিয়া বাজারের মহম্মদপুর-মাগুরার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত মানববন্ধনে নিহত আতর লস্কারের পুত্র উজ্জ্বল লস্কর, স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম,স্বজন রাসেল শেখ,লাল মিয়া শেখ,সহ স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
নিহতের স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম,ও ছেলে উজ্জ্বল লস্কর   জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন গত  ৪-৯-২০২২ তারিখ কানুটিয়া বাজার থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়া আহত করে।
পরে তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়া যায়।অবস্থার অবনতি দেখা দেয়।
এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 
আরো বলেন,তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। 
তৎকালীন ক্ষমতাসীন দলের ২ নেতার  সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।
তাদের বিরোধের জেরে তাঁর বাবাকে দিনের বেলা কানুটিয়া কাঁচা বাজারের মধ্যে প্রকাশ্যে কুপিয়ে 
আহত করা হয়,পরে তার মৃত্যু হয়।  
এ ঘটনার আড়াই বছর পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির কারনে মামলার তদন্ত প্রতিবেদন এখনও দিচ্ছে না পুলিশ। 
আমরা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মামলার আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি। 
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow