মহম্মদপুরে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে-স্মরণসভা
মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে "২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা,উপজেলা বিএনপি'র আহবায়ক মৈমুর আলী মৃধা,সদস্য সচিব আখতারুজ্জামান,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান,জামায়েত ইসলামী উপজেলা শাখার আমীর মাওঃ নূর আহম্মাদ আলী,উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার প্রতিনিধিরা,আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহবায়ক শাকিল সরদার,শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন,মোঃ ইয়াকুব ও কান্নু শেখ প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে আহত ও শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। শহীদদের স্মরণে নিরবতা পালন,আহত ও শহিদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ মূলক বক্তব্য।শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান।
What's Your Reaction?