মহম্মদপুরে পানিঘাটা গ্রামে ঢোকচান্দের মাঠে জোড়া খুনের মামলায় পলাতক-২ আসামি আটক
মাগুরা মহম্মদপুরে নহাটা ইউনিয়ন পানিঘাটা গ্রামে ঢোকচান্দের মাঠে-২ ভাইকে জবাই করে হত্যা মামলার পলাতক এজাহার নামীয় দুই আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৭) উভয় পিং-মোঃ মুঞ্জুর মোল্লা'র-২ ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে আসামিরা। ঘটনার দিবাগত রাতে ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। চঞ্চল্যকর এই মামলা হওয়ায় মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দেৌলা রেজা, পিপি এম (বার) এঁর দিক নির্দেশনায় মোতাবেক জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,মাগুরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী আব্বাস (৩৫),পিং- মৃত জয়দার মোল্যা,ও রজব আলী (৩০),পি-নুরুল হক নামের মামলার-২ জন আসামিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি আটক করে। গত১৫-জুন মধ্যরাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে আটক করে। আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সহযোগী অপরাপর আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।
উল্লেখ্য গত২০২৩ সালের ৩০ ডিসেম্বর মাগুরা মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৭) উভয় পিং-মোঃ মুঞ্জুর মোল্লা'র-২ ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করে আসামিরা। ঘটনার দিন দিবাগত রাতে ঢোকচান্দের মাঠে নিয়ে যায়। চঞ্চল্যকর এই মামলা হওয়ায় মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মশিউদ্দেৌলা রেজা, পিপিএম (বার) এঁর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,মাগুরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী আব্বাস (৩৫),পিং- মৃত জয়দার মোল্যা,ও রজব আলী (৩০),পি-নুরুল হক নামের মামলার-২জন আসামিকে গত১৫-জুন মধ্যরাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে আটক করে। আটক আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সহযোগী অপরাপর আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় মাগুরা জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
What's Your Reaction?