মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jun 8, 2024 - 20:22
 0  5
মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আহত-২

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে নির্বাচন পরবর্তী গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায়-২জন আহত হয়েছেন।মোঃ পান্নু মোল্লা জানান,,গত শুক্রবার একটি জানাযা থেকে ফেরার পথে কালিশংকরপুর সুইচগেট নামক স্থানে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন রাস্তা ব্যারিকেড দিয়ে ২-জনের উপর হামলা চালায়।ওইদিন সন্ধ্যায় মোঃ পান্নু মোল্লা(৪৫) পিং-মৃত আফতাব মোল্লা ও মোঃ নজরুল ইসলাম(৪৪) পিং-আকরাম উভয় গ্রামঃ কালিশংকরপুর মহম্মদপুর-মাগুরা।ঘটনার সময় হাতুড়ি লোহার রড,ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে-২ ব্যক্তিকে আহত করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ও তার পরিবারের লোকজন  মহম্মদপুর হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল  ইসলাম জানান,কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ হাতে পেলে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow