মহম্মদপুরে বিএনপি'র আনন্দ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ২১আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির নেতৃত্বে রবিবার সকালে আনন্দ মিছিলটি মহম্মদপুর পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আনন্দ মিছিলে বিএনপির অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে মহম্মদপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মোঃ গোলাম আজম সাবু,সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খান বাচ্চু,সদস্য সচিব আক্তারুজ্জামান,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ,শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রজব আলী। বক্তারা ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক জিয়াসহ সকল আসামিদের অব্যাহতি দেয়ায় আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং তারেক জিয়া অচিরেই দেশে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
What's Your Reaction?