মহম্মদপুরে বিষধর সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মাগুরা মহম্মদপুর উপজেলার কাশীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে জিয়াউর রহমান (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হবিবর মোল্লার ছেলে। জানা গেছে,,বৃহস্পতিবার রাতে জিয়াউর রহমান প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাড়ির দক্ষিণ পাশে অন্ধকারে থেকে তার বাম পায়ের বুড়ি আঙ্গুলে বিষধর সাপে কামড় দেয়। এক পর্যায়ে সে বাড়িতে এসে পরিবারের লোকদের জানালে তারা ওঝার বাড়িতে নিয়ে যায়। ওঝা সাপের বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে ওই রাতে তাকে মহম্মদপুর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।৩১ মে রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,সাপের কামড়ে এক জনের মৃত্যু হয়েছে এবং এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?