মহম্মদপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় আটক-১ 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
May 5, 2024 - 19:50
 0  6
মহম্মদপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় আটক-১ 

মাগুরা মহম্মদপুরে বুদ্ধি প্রতিবন্ধী অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামি মোঃ রাজিব মোল্লা ওরফে জঙ্গু (২৪)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাই গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান,গত মঙ্গলবার গভীর রাতে ঘরের বেড়া কেটে মুখের মধ্যে গামছা দিয়ে ধর্ষক বাড়ির পার্শ্ববর্তী একটি বাগিচার মধ্যে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার পর মেয়ের পিতা বাদী হয়ে মহম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা করেন। যার মামলা নং-০৪/৬৩, তারিখ ১ এপ্রিল ২০২৪। ঘটনার পর আসামী রাজিব মোল্লা (জঙ্গুকে)কে রোবার (৫ এপ্রিল) দুপুরে বাবুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই  সুকুমার কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান করিয়া উপজেলার বিনোদপুর চৌ-রাস্তা মোড় বাসস্ট্যান্ড থেকে আটক করে। এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান, আটক আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow