মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Aug 27, 2024 - 23:45
 0  6
মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরার মহম্মদপুরে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সতীর্থরা মঙ্গলবার সকালে গণপদযাত্রা ও সমাবেশ করেছে।

ভারতীয় আগ্রাসন ও দেশীয় বিভিন্ন মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে এ গণপদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন গণপদযাত্রাটি উপজেলার আমিনুর রহমান কলেজ থেকে শুরু করে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় শহীদ রওশন মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ জাহিদুল হক,সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ রকিবুল হাসান,মেরীটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস রানা, 
মুসাকরিম কমল,অধ্যক্ষ আনন্দ কুমার দে, সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের লেকচারার মোঃ ইলিয়াস হোসেন,আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজগর আলী,আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহরিয়া সজিব প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি তাওফিক কালাম অভি। বক্তারা ভারতীয় পণ্য বর্জনসহ-ভারতীয় আগ্রাসন ও দেশীয় বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখেন।সমাবেশে শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শ্রেগী পেশার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow