মহম্মদপুরে রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব গোলাম রব্বানী বিশ্বাস আর নেই
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী বিশ্বাস (৭৫) আর নেই।
তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়।১৬ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী,২পুত্র,৩কন্যা,নাতি নাতনি সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।
শুক্রবার বেলা ১১টা ৩০মিনিটে নিত্যানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন,মাগুরা জেলা বিএনপি'র আহবায়ক আলী আহমেদ,জেলা বিএনপির সদস্য সচিব, মনোয়ার হোসেন খান,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, এস এম রবিউল ইসলাম নয়ন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা বিএনপি'র প্রাক্তন সভাপতি গোলাম আজম সাবু,বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রাক্তন চেয়ারম্যান আখতারুজ্জামান,সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ও প্রাক্তন চেয়ারম্যান এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল,সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী,জামায়াতে ইসলামী উপজেলা আমির নুর আহম্মাদ আলী,জামায়েতে ইসলামী মাগুরা জেলা শাখার শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ,অ্যাডভোকেট জাকির হোসেন,প্রাক্তন চেয়ারম্যান মাহমুদ হোসেন প্রমূখ।এ সময় জেলা ও উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সব শেষে নিত্যানন্দপুর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
What's Your Reaction?