মহম্মদপুরে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আফসার উদ্দীন আহমেদ আর নেই
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আফসার উদ্দীন আহমেদ আর নেই। তিনি শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে স্ত্রী, ৬ পুত্র,২কন্যা,নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযার নামাজ সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ২৪ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় জানাযার নামাজ ওই দিন বিকালে উপজেলার হরেকৃষ্ণপুর মাদ্রাসা প্রাঙ্গণে সম্পন্ন হয়।জানা গেছে,,তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সামাজিক শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
What's Your Reaction?