মহান বিজয় দিবসে শহীদদের প্রতি সালথা উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস (২০২৪ইং) পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা চত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা। সকাল ১০টায় পরিষদের চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর পর্যায়ক্রমে সালথা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা প্রেসক্লাব, উপজেলা অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর সাথে উপজেলা বিএনপি, সহযোগী অঙ্গসংগঠন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আনুষ্ঠানিকতা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাধারন সম্পাদক চৌধুরী ইমদাদ আলী খসরু, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস -চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ন সম্পাদক এডভোকেট জাহিদুর রহমান লাভলু, শাহিনুর রহমান শাহিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, জাহিদ মাস্টার, আটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ইসলাম, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, বিএনপি নেতা আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, কামরুল ইসলাম, বালাম হোসেন, ইমরান হোসেন, হোসেল, মাসুদ, ইমদাদুল ইসলাম,সেচ্ছাসেবক দল নেতা মামুন চৌধুরী, ইসরাইল মাতুব্বর, নান্নু মাতুব্বর, জাসাসদল নেতা মিজান, জিয়া পরিষদের সভাপতি ফরিদ হোসেন, সাধারন সম্পাদক খোকন মাতুব্বর, জিয়া পরিষদ নেতা লায়েক, শিমুল, রাজিব হোসেন, ছাত্রদল নেতা, রাজ হোসেন, সাইফুল আলম রাকিব হোসেন প্রমূখ।
What's Your Reaction?