মহালছড়িতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
সোমবারের (৩ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার শিক্ষার্থীরা। উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছে।
মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন হলেও সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে মহালছড়ি মাস্টার পাড়া মাঠে। প্রতিবছর এখানকার পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। মাস্টার পাড়া মন্ভপ সহ উপজেলা বিভিন্ন মন্ভপ পরিদর্শন করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্ব বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবছরও মহালছড়ি সরকারি কলেজ এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়েরশিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে।
মহালছড়িতে প্রতিবারের মতো এবারও মহালছড়ি সরকারি কলেজ এবং মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
What's Your Reaction?