মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মামার বিরুদ্ধে মামলা

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 20, 2025 - 17:20
 0  3
মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মামার বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাতে ভুক্তভোগী সুমি আক্তার (২১) নিজে বাদী হয়ে প্রতিবেশী ও সম্পর্কে মামা মো. আনোয়ার হোসেন (৩২)-এর বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত আনোয়ার হোসেন নুনছড়ি গুচ্ছগ্রামের মো. আব্দুল কাদেরের বড় ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে সুমি আক্তার তার শিশু কন্যাকে ঘুম পাড়িয়ে গোসল করতে যান। এ সময় অভিযুক্ত আনোয়ার হোসেন তার বাসার জানালা দিয়ে গোসলের দৃশ্য দেখে এবং সুযোগ বুঝে বাড়ির পেছন দিয়ে এসে সুমি আক্তারকে জড়িয়ে ধরেন। চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসতে দেখে আনোয়ার দ্রুত পালিয়ে যান।

ভুক্তভোগী সুমি আক্তার বলেন, "আনোয়ার হোসেন সম্পর্কে আমার স্বামীর মামা। তিনি দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছিলেন। আমার স্বামী কাজে গেলে এবং শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তিনি এ কাজ করেন। ঘটনার পর আমার শ্বশুরকে হুমকি দিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ সংক্রান্ত কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে।"

ভুক্তভোগীর শ্বশুর মো. ছালাম বলেন, "আমার পুত্রবধূর সঙ্গে যা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এমনকি কিছুদিন আগে আমার স্ত্রীকেও ৫০০ টাকার বিনিময়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিল আনোয়ার। আমরা সম্মানের ভয়ে কিছু বলিনি, কিন্তু আজ পুত্রবধূর সঙ্গে এমন ঘটনা ঘটল। এখন আত্মহত্যা করার ইচ্ছে হচ্ছে!"

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আওয়াল বলেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলেও তিনি পালিয়ে গেছেন। তবে খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow