মহালছড়িতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাবাই মারমা, মহালছড়ি প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 19, 2025 - 00:46
 0  2
মহালছড়িতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়ির মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং উপজেলা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে গণতান্ত্রিক সুশাসন, সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (মঙ্গলবার) বিকাল ২টায় সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন মহালছড়ি উপজেলা ইয়ূথ গ্রুপের সদস্য কাকলী মারমা ও আয়েশা আক্তার। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের সদস্য মিল্টন চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, মুবাছড়ি ইউনিয়নের ইউপি সদস্য উষাপ্রু মারমা, স্থানীয় গ্রাম প্রধান সাথা কার্বারী, মুড়া পাড়া গ্রামের নারী কার্বারী ভৌমিকা ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন "আস্থা" প্রকল্পের সমন্বয়ক ধনেশ্বর দেওয়ান, মহালছড়ি উপজেলা সমন্বয়ক মিহির কান্তি ত্রিপুরা ও সোনিয়া দাশ।

বক্তারা নাগরিক অধিকার, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাঁরা প্রতিটি গ্রামে গণসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে নাগরিকদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভার এক পর্যায়ে মহালছড়ি উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কিত একটি নাটিকা পরিবেশিত হয়। এছাড়াও স্থানীয় শিশু শিল্পীদের অংশগ্রহণে গান ও নৃত্য পরিবেশিত হয়, যা দর্শকদের মন জয় করে নেয়।

এ ধরনের আয়োজনের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। সমাজে সংবেদনশীলতা ও অহিংস মনোভাব গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি দায়িত্বশীল ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে পারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow