মহালছড়িতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ শে জানুয়ারি ) বিকালে ২ টায় মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামের মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট’র মো, আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড় জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার। বিশেষ অথিতি ছিলেন মংসুইথোয়া চৌধুরী, সহ সভাপতি জেলা বিএনপি, বিশেষ অথিতি ছিলেন ক্ষেত্র মোহন রোয়াজা, সহ সভাপতি, জেলা বিএনপি খাগড়াছড়ি, বিশেষ অথিতি ছিলেন জনাব, মোশারফ হোসেন,যুগ্ন সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি, বিশেষ অথিতি ছিলেন,মাহবুব আলম সবুজ,যুব বিষয়ক সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি, বিশেষ অথিতি ছিলেন, মোহাম্মদ হোসেন বাবু, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক, জেলা বিএনপি খাগড়াছড়ি, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মো,মোস্তফা , সদস্য জেলা বিএনপি খাগড়াছড়ি, এবং সঞ্চালনায় দায়িত্বে ছিলেন মো,জহিরুল হক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহযোগী সংগঠন
উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে জনাব এম.এন.আবছার বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মহালছড়ি সদর উপজেলা স্বাগতিক দল অম্রা বাজি স্পোর্টিং ক্লাব বনাম মাইসছড়ি ইউনিয়ন লেমুছড়ি পটপট্টা ক্লাব । আজকে খেলা প্রধান রেফারি দায়িত্বে ছিলেন নিখিল দে এবং সহকারী রেফারি দায়িত্বে ছিলেন প্রদীপ ত্রিপুরা, কেরু মারমা।আজকের খেলা ফলাফল অম্রাবাজি স্পোর্টিং ক্লাব ১ লেমুছড়ি পটপট্টা ক্লাব ০। আজকের খেলা ম্যান অব ম্যাচ পুরস্কার অর্জন করে উসুইচিং মারমা ১১ নাম্বার জার্সি অম্রাবাজি স্পোর্টিং ক্লাব।
বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে মহালছড়ি উপজেলা থেকে ১২টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। এ ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।
What's Your Reaction?