মহালছড়িতে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সমন্বয় সভা

সাবাই মারমা,মহলছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি
Feb 16, 2025 - 18:14
 0  7
মহালছড়িতে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সমন্বয় সভা

১৬ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান খান (সাওন) এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রেড ক্রিসেন্ট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য খালেদ মাসুদ সাগর, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক আইসিটি বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল নোমান, দুর্যোগ ও সাড়া বিভাগীয় উপপ্রধান মোঃ ইমরান, এবং যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা দলের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মহালছড়ি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন, রেড ক্রিসেন্ট হিসাব খোলা ও প্রশিক্ষণ পরিচালনার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার কল্যাণে কাজ করে এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে। আমাদের মহালছড়ি উপজেলার শিক্ষার্থীরা যদি এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়, তবে তারা ভবিষ্যতে একজন আদর্শ মানবিক নাগরিক হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা ও সামাজিক সচেতনতামূলক কাজে প্রশিক্ষিত করা হবে। এটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতেই সহায়ক হবে না, বরং তাদেরকে দেশ ও জাতির জন্য নিবেদিত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।”

উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা দল পূর্বেও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। সম্প্রতি বন্যা উদ্ধার কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ উল্লেখযোগ্য।

এই সমন্বয় সভার মাধ্যমে মহালছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow