মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন মাসুদা বেগম 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 3, 2024 - 19:40
 0  9
মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন মাসুদা বেগম 

আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ফরিদপুর সদর উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ‌মাসুদা বেগম। তিনি এই নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন। তিনি শুক্রবার সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদপুর প্রেস ক্লাবে ‌ সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানান, নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। তাদের উপকার করার চেষ্টা করবেন। তিনি বলেন আমি আমার প্রত্যাশা অনুযায়ী সবারই প্রত্যাশা পূরণের চেষ্টা করব। বিশেষ করে মহিলাদের যে বরাদ্দ থাকবে,যে কোটা থাকবে তা পূরণ করার চেষ্টা করব। পাশাপাশি ‌ দুস্থ অনাথ প্রতিবন্ধীদের ‌ পাশে থাকবো। যেহেতু আমি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠানে‌ প্রায় ২৫ বছর কাজ করেছি। আমার পেশা এবং নেশা একমাত্র সমাজ সেবা। তাই ব্যক্তিগত কোন উন্নয়ন নয়, মানুষের উন্নয়নে কাজ করে যাব ‌এটাই আমার প্রত্যাশা। এছাড়া আমি দুইবার পৌরসভার  কমিশনার ছিলাম, সেখানে পৌরসভার কমিশনার থাকা অবস্থায় মানুষের কাজ করেছি। তাই আমি জয়ের ব্যাপারে ‌ আশাবাদী। এ সময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ‌ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
এর আগে তিনি শহরে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণ সংযোগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow