মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক

নিউজ ডেস্কঃ
Apr 24, 2025 - 00:04
 0  6
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুইজনও রয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বরিশাল জেলার আগৈলঝাড়া থানার বাহাদুরপুর গ্রামের হলধর মল্লিকের ছেলে কৃষ্ণ মল্লিক (৬০) ও কালি পদ বালার ছেলে রুনু মল্লিক (৫৫); সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল গ্রামের আতিয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (২১); নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের ছয়ফাল কাজীর ছেলে রিপন কাজী (৩০), বড়গাতি গ্রামের ইদ্রীস শেখের ছেলে নাজমুল শেখ (৩২) ও ওহাব শেখের ছেলে সোহেল শেখ (২৬)। এছাড়াও আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি মহেশপুর সীমান্তের নিমতলা, মাধবখালী, বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাংগা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা দালালচক্রের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া একই দিন পৃথক অভিযানে ৭৪ বোতল মদ ও ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow