মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jan 16, 2025 - 20:12
 0  5
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন 

মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে এ্যাডঃ মাহবুবুল আকবর কল্লোল সভাপতি ও এ্যাডঃ শাহেদ হাসান টগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার জেলা আইনজীবী সমিতির বাসভবনে নির্বাচনে ২৮৭ জন ভোটার এর মধ্যে ২২৩ জন আইনজীবী তাদের মূল্যবান ভোট প্রদান করেন। 

নির্বাচনে এ্যাডঃ মাহবুবুল আকবর কল্লোল ১৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাডঃ রোকনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট। 
শাহেদ হাসান টগর ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম রূপক ৬৯ ভোট পেয়েছেন। নির্বাচনে অন্য পদের মধ্যে রয়েছে সহ-সভাপতি পদে এ্যাডঃ মেহেদী হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আহসান হাবীব খান,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ইমরান হোসেন খান, হিসাব নিরীক্ষক পদে এ্যাডঃ রেজাউল করীম, গ্রন্থকারী পদে এ্যাডঃ জাকির হোসেন, 
ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন। 
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে এ্যাডঃ
আনোয়ার জাহিদ এবং ৬ সদস্য নির্বাচিত হয়েছেন। 
সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত  নির্বাচন কমিশনার এ্যাডঃ মঞ্জুরুল আজম জিন্নাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow