মাগুরা জেলায় পুলিশের কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ
মাগুরা জেলায় শনিবার দুপুরে মাগুরা সদর থানা চত্বরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং জনগণের জীবন স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশের কার্যক্রম নিয়মিত করনের উদ্যোগ গ্রহণ করেছেন।জানা গেছে ১১ আগস্ট থেকে পুলিশ প্রশাসন সারা জেলায় কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু করতে পারবে বলে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা (পিপিএম বার)।এসময় আরো বক্তব্য রাখেন,, মাগুরার দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কর্মকর্তা লে.কর্ণেল এএম রকিবুল কবির ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১১দফা দাবি বাস্তবায়নে লক্ষ্যে সারা জেলায় পুলিশ কর্মবিরতি চালিয়ে আসছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলার উর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। রবিবার থেকে কাজে যোগদান করবে পুলিশ। মাগুরায় দায়িত্বরত সেনা কর্মকর্তা লে.কর্ণেল আবদুল্লাহ রকিবুল কবির জানান,,সবার উপরে দেশ। সবার উপরে আমাদের পতাকা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সবখানেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ শুরু করেছি। স্থানীয় সাংবাদিকসহ সবার সহযোগিতায় শিগগিরই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা করছি। সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,,আমরা দেশকে ভালবাসি। অতিতেও মাগুরার সাধারণ মানুষ প্রশাসনের সহযোগিতা করেছে।একসঙ্গে কাজ করে আমরা সবার আগে মাগুরাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে চাই। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শেখ মেহেদী রাসেলসহ সদর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
What's Your Reaction?