মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন নির্বাচিত 

বিশ্বজিৎ সিংহ রায়,ভ্রাম্যমাণ প্রতিনিধি মাগুরা
May 9, 2024 - 17:10
 0  3
মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে রানা আমির ওসমান, শ্রীপুরে শরিয়ত উল্লাহ রাজন নির্বাচিত 

মাগুরার-২টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলায় ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান। তার নিকটতম প্রতিদ্বন্দী জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম পেয়েছেন ৫০হাজার ৮৬৩ ভোট।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,, 

মোঃ বাহারুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া খাতুন নির্বাচিত হয়েছেন। 
অন্যদিকে শ্রীপুর উপজেলার ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নেতা শরিয়ত উল্লাহ মিয়া রাজন। তার নিকটতম প্রতিদ্বন্দী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোস্তাসিন বিল্লাহ সংগ্রাম ভোট পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট। 
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবলু রেজা এবংনারগিস সুলতানা । 
মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪-টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছে।সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২৩ হাজার ৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ৬৫২ জন। নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর।ভোট চলাকালে কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow