মাগুরায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jul 2, 2024 - 18:19
 0  5
মাগুরায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

মাগুরায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে,,২জুলাই সকালে মাগুরা সদরের আল আমিন এতিমখানা পাশে পুকুর পাড়ে এক যুবকের মরাদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। 
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল জানান, মাগুরা শহরের দোয়ার পাড় এলাকার আল আমিন  এতিম খানাা সংলগ্ন পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। এক পর্যায়ে পুলিশ সিআইডি ও পিবিআই সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ও সদস্যরা  উপস্থিত হয়ে লাশটি  উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের মুখে ও গলায় একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের পরনে কালো প্যান্ট -গেঞ্জি পরা অবস্থায় পড়েছিল।

এবিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার 
দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছে। তার হাতে প্লাস্টিকের ব্রেসলেট দেখা গেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow