মাগুরায় জনদুর্ভোগ কমাতে বাস মিনিবাস মালিক সমিতির সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা
মাগুরায় বাস মিনিবাস মালিক সমিতির কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের পরিবহন বাসে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে করণীয় নানা বিষয় নিয়ে এ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে মাগুরা শহরের জামরুল তলায় অবস্থিত জেলা বাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে জেলা বাস মালিকদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মতবিনিময় সভা করেন।
যাত্রীবাহী পরিবহনে যাতায়াতের পরিবেশ সৃষ্টি,শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া কমানো, ফিটনেস বিহীন পরিবহন অপসারণ,যানজট নিরসন, অবৈধ চাঁদাবাজি বন্ধসহ অনেক ধরনের অনিয়মের বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। সেই সাথে সমস্যার সমাধানের করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বাস মালিক সমিতি সভাপতি মীর আবু সাঈদসহ মালিক সমিতির অন্যান্য কর্মকর্তারা। মাগুরা বাস মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদ শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের অভিযোগের বিষয়ে নিজেও সহমত পোষণ করেন, এছাড়া অচিরেই সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেন শিক্ষার্থীদের। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসাক মল্লিক,উপদেষ্টা ফোরকান আহমেদ,লাইন সম্পাদক মনোয়ার হোসেন মনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা আন্দোলন পরবর্তী সময়ে শহর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা,দেয়াল লিখন,কর্মসূচি সহ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং অনিয়ম দূর করনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। ধারাবাহিকতায় যাত্রাপথে পরিবহন বাসে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে নির্বিঘ্নে যাতায়াতের জন্য বাস মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শিক্ষার্থীরা।
What's Your Reaction?