মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার গণতন্ত্র ও ভোট অধিকার আদায়ের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী। জাতীয়তাবাদী কৃষক দল মাগুরা জেলা শাখার আহবায়ক রুবাইয়াত হোসেন খান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মোল্লা।
এসময় আরো বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ওসমান আলী বিশ্বাস,মাগুরা জেলা বিএনপি'র আহবায়ক আলী আহমেদ বিশ্বাস, সদস্য সচিব আক্তার হোসেন, মাগুরা-১ আসনের বিএনপি'র সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হিরাসহ অন্যরা।এ মতবিনিময় সভায় বক্তারা মাগুরা জেলা সহ সারাদেশে বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবি করেন। মতবিনিময় সভায় বিএনপি , যুবদল,ছাত্রদল এবং কৃষকদলের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।