মাগুরায় জামায়েত ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
মাগুরায় বাংলাদেশ জামায়েত ইসলামীর রুকন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আছাদুজ্জামান মিলনায়তনে নোমানী ময়দানে মাগুরা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম। মাগুরা জেলা জামায়েত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম,বি বাকের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, কুষ্টিয়া-যশোর অঞ্চলের সহকারী পরিচালক ও জেলা জামায়েত ইসলামীর সাবেক আমীর আব্দুল মতিন, কুষ্টিয়া জেলার সাবেক আমীর অধ্যক্ষ খন্দকার মহসিন আলী, নড়াইল জেলা আমীর এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু,জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুর,সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী ওবাইদুল্লাহ কায়সার,কর্ম পরিষদ সদস্য মাওলানা মারুফ কারখী,ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আশিকুর রহমান। রুকন সম্মেলনে জেলার ৬২৬ জন পুরুষ ও মহিলা সদস্য অংশ গ্রহণ করেন।
What's Your Reaction?