মাগুরায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে-১৮০ কেজি গাঁজাসহ-২ মাদক ব্যবসায়ী আটক
মাগুরায় ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে-১৮০ কেজি গাঁজাসহ-২মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম( বার),মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। মাদক উদ্ধার এবং অভিযান পরিচালনার করার দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরই ধারাবাহিকতায় মাগুরা জেলা ডিবি পুলিশের এস আই কাজী শামসুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে-৩ আগস্ট সকালে মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়া ঢালে পাকা রাস্তার উপর থেকে রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ট-১৪-০৫০০ একটি ট্রাক আটক করে। ট্রাকটি খাগড়াছড়ি থেকে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় ডিবি পুলিশের টিম তল্লাশি চালিয়ে ট্রাকের মধ্য কাঠের গোড়ার বস্তার মধ্য থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা-১৮০ কেজি গাঁজা পেয়ে ট্রাকে চালক মোঃ রুহুল আমিন (৪১) পিং-মোঃ রমজান আলী সাং-জালিয়াপাড়া (জহুর সর্দার পাড়া) ও চালকের সহকারী মোঃ আবুল হাশেম (৪৩) পিং-মোঃআব্দুল লতিফ সাং-১০ নং ইসলামপুর উভয়ের থানা মাটিরাঙ্গা জেলা-খাগড়াছড়ি দুজনকে আটক করে ডিবি পুলিশ। এসময়-১৮০কেজি গাঁজা উদ্ধার করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ কলিমুল্লাহ,প্রেস ব্রিফিং এর মাধ্যমে শনিবার বেলা ৩ টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে তথ্য নিশ্চিত করেন।
আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে তথ্য পাওয়া গেছে।এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
What's Your Reaction?