মাগুরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ
মাগুরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দক্ষিণ মাগুরা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা'র আয়োজনে মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা বাজার কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় এলাকার ৬০ জন অসহায় মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে মানবিক পরিচয় রাখলেন দক্ষিণ মাগুরা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থা।
এ অনুষ্ঠানে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন দক্ষিণ মাগুরা অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা'র সভাপতি বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিল বিশ্বাস। এসময় অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা'র সদস্য মোঃ মনিরুজ্জামান মৃধাসহ সৈনিক সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?