মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায়-২ জন নিহত
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) সুব্রত মালো( ৪৮) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে। শুক্রবার সকালে মাগুরা-নড়াইল মহাসড়কের গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়ের সামনে মাছের ড্রাম বোঝাই ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মারাত্মক হয়। দুর্ঘটনার পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে সুব্রত মালোর মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর একজন গুরুতর আহত হন। এদিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী বাজারের সংযোগ সড়ক থেকে একটি ভ্যানরিক্সা সড়কে উঠতে গেলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনা স্থলে ভ্যানচালক রায়াদ শেখ (৩৪) এর মৃত্যু হয়। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের আবুল শেখের পুত্র। উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।।
What's Your Reaction?