মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে অশোকা অষ্টমী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 6, 2025 - 15:27
 0  3
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে অশোকা অষ্টমী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অশোকা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহাসম্মেলন। মাগুরা সদর উপজেলার চরবিজয়খালী চৌদ্দগ্রাম ভাঙ্গাখাল মহাশ্মশান সংলগ্ন রাধাগোবিন্দ সেবাশ্রম প্রাঙ্গণে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়।

পাঁচ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সনাতন ধর্মের নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। গত ৫ এপ্রিল (শনিবার) দুপুর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মতুয়া দলের আগমন শুরু হয়, যা রাত অবধি চলে।

এবারের সম্মেলনে শতাধিক মতুয়া দল অংশগ্রহণ করে। বাদ্যযন্ত্র, পতাকা ও বর্ণিল পোশাকে সজ্জিত নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। সম্মেলনস্থলে গড়ে ওঠে ১৪টি গ্রামের মানুষের মিলনমেলা। পাশাপাশি বসে হরেক রকমের দোকান-পাট ও মেলা।

স্থানীয়দের মতে, এই মহাসম্মেলন মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐক্যের এক গুরুত্বপূর্ণ উদাহরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow