মাগুরায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ-এর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
"মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াই বেগবান করার" আহবানে বাসদ এর ৪৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০৭-তম রুশ বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে ২৩-নভেম্বর সকালে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল সম্পন্ন হয়েছে।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী,বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ,সিপিবি মাগুরা জেলা শাখার সভাপতি বীরেন বিশ্বাস,বাসদ ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ। সভা পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয় প্রমূখ।
What's Your Reaction?