মাগুরায় বাসের সঙ্গে সংঘর্ষে অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন মাইক্রোবাসের ৬ যাত্রী

মাগুরায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন মাইক্রোবাসের চালকসহ ছয়জন যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার সকালে মাগুরা সদরের কাশীনাথপুর এলাকায় ঢাকা-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ঈদ করতে গ্রামের বাড়ি ফেরার পথে মেহেরপুরের এক পরিবারের সদস্যরা মাইক্রোবাসে করে যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তবে তারা সামান্য আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
What's Your Reaction?






