মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে মানববন্ধন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 16, 2025 - 17:04
 0  4
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সকালে জেলা প্রেসক্লাবের সামনে 'সেভ দ্যা উইমেন অ্যান্ড চিলড্রেন' সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবিনা ইয়াসমিন মেরি। এ সময় বক্তব্য রাখেন ফাতেমা খাতুন, হাওয়া বেগম, কল্যাণী রানী, নাজমুল হাসান লিটন প্রমুখ।

বক্তারা বলেন, "তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া!" স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধন। তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ মামলার প্রধান আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরও বলেন, দেশের প্রচলিত আইনে ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রয়েছে, তাই দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রতিবাদকারীরা অবিলম্বে অপরাধীদের ফাঁসি কার্যকরের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow