মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ আটক-১
মাগুরায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামের মাদক ব্যবসায়ী পলাশ মন্ডলকে ৩৫ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে ও শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিংহডাঙ্গা গ্রামের মোঃ মান্নাফ মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী পলাশ মন্ডলকে নিজ বাড়ি থেকে আটক করে এবং তার হেফাজতে থাকা ৩৫ কেজি গাঁজা যা তার বাড়ির মধ্যে মাটিতে পুতে রাখা অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
What's Your Reaction?