মাগুরার ঐতিহ্যবাহী বেরুইল-পলিতা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি-গোলজার, সাধারণ সম্পাদক-সাজ্জাদ
মাগুরা সদরের ঐতিহ্যবাহী বেরইল-পলিতা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়।
সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কাজী গোলজার হোসেন,বাই-সাইকেল প্রতীক নিয়ে ১০৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা কামাল হোসেন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১০৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করেন। মোঃ সাজ্জাদ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।
মোট ভোটার সংখ্যা ছিল-৩৩৮ জন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রহিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
What's Your Reaction?