মাগুরার নহাটা আর পি পি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচ এর বন্ধু মেলা অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Feb 23, 2025 - 18:10
 0  9
মাগুরার নহাটা আর পি পি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৮ ব্যাচ এর বন্ধু মেলা অনুষ্ঠিত 

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা আর পি পি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৮ এর আয়োজনে এ বন্ধু মেলা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সকালে নহাটা আর পি পি  মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়।র‍্যালি টি স্থানীয় নহাটা বাজার প্রদক্ষিণ করে। 

পরে ঝিনাইদহ জোহান ড্রীম ভ্যালি পার্কে-২০২৫ বন্ধু মেলায় আনন্দ উপভোগ করতে দেখা যায়। 
দিনব্যাপী অনুষ্ঠানে উক্ত ব্যাচের বন্ধুরা খেলাধুলা,গান,কবিতা আবৃতি সবশেষে পুরস্কার বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow