মাগুরার মহম্মদপুরে বাজার মনিটরিং, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার উদ্যোগ

মাগুরার মহম্মদপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে মহম্মদপুর সদর বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান।
মনিটরিং চলাকালে কর্মকর্তারা বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার আহ্বান জানান। তারা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধি করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
এ সময় ভোক্তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান, যাতে রমজান মাসে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে।
What's Your Reaction?






