মাগুরার মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Mar 30, 2025 - 22:13
 0  3
মাগুরার মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে নহাটা ইউনিয়নের ইন্দ্রপুর ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। প্রথম পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এরপর উপস্থিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হাসান হিসান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল হাসনাত পানু, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম-আহ্বায়ক মো. মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক কিবির সরদার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস. এম. বনি আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ইমন মোল্লা ও মো. আব্দুল ওহাব বিশ্বাস, নহাটা ইউনিয়ন কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. দেলোয়ার জমাদ্দার এবং সাবেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা রানা মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow