মাগুরার শালিখায় আগুনে পুড়ে প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 13, 2025 - 20:47
 0  3
মাগুরার শালিখায় আগুনে পুড়ে প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের ফলে লাগা আগুনে পুড়ে সুমন কর্মকার (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে কালিগঞ্জ রোডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা প্যারালাইসিস আক্রান্ত সুমন কর্মকারের মৃত্যু হয়।

শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেও সুমন কর্মকারকে জীবিত উদ্ধার করতে পারিনি। আগুনে বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।”

শালিখা থানা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ অন্তত পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow