মাগুরার শালিখায় আড়পাড়া ইকো পার্কে বৃক্ষরোপণ, কানুদার খালের পোনা অবমুক্তকরণ  

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Jun 7, 2024 - 20:28
 0  7
মাগুরার শালিখায় আড়পাড়া ইকো পার্কে বৃক্ষরোপণ, কানুদার খালের পোনা অবমুক্তকরণ  

 মাগুরার শালিখা উপজেলাার আড়পাড়া কানুদার খালের পাড়ে শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী বৃক্ষরোপণ, কানুদার খালের কচুরিপানা পরিষ্কার ও মাছের পোনা অবমুক্তকরা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী'র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

 এ সময় উপস্থিত ছিলেন, শালিখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, জেলা পরিষদ শালিখার সদস্য  মুন্সি আবু হানিফ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সজীব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান  জেসমিন আক্তার শাবানা,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার,ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ জানান, মাগুরা জেলাকে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে সবুজ সমারোহ করতে হবে। তিনি জেলার প্রতিটা মানুষকে ৩টি করে বৃক্ষ ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন এবং সবাইকে আহবান জানান। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরে কৃষ্ণ অধিকারী  কানুদার খালের কচুরিপানা ৩ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও কানুদা খালের মাছের পোনা অবমুক্তকরণের একটি ভাল কাজের জন্য প্রশংসা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow