মাগুরার শালিখায় ইয়াবা ট্যাবলেটসহ আটক-১
মাগুরার শালিখায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শালিখা থানা পুলিশ উপজেলার হরিশপুর গ্রামের শরিফুল ইসলাম ঝন্টু (৩০) নামের এক ব্যক্তিকে গত শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। সে ওই গ্রামের লুৎফর রহমানের পুত্র। জানাগেছে,,মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম,এর দিক নির্দেশনায় শালিখা থানার এস আই মোঃ আনোয়ার হোসেন,এস আই কাজী শাহ আলম,এএসআই সুব্রত কুমার,এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আসামিকে আটক করে এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
What's Your Reaction?