মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার বিকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।ওই দিন দুপুর থেকে উপজেলার আট ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ মাঠে সমবেত হয়।পরে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম হিরো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা,আলমগীর হোসেন,সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহম্মদ,জেলা বিএনপি নেতা এ্যাড.শাহেদ হাসান টগর,জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান,জেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান,জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ,উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার ও মোল্যা খলিলুর রহমান,উপজেলা মহিলা দলের আহবায়ক শাহানা ফেরদৌস হ্যাপি,উপজেলা শ্রমিকদলের আহবায়ক সেলিম রেজা,কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুকুল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম,উপজেলা ছাত্রদলের সভাপতি মুন্সী ইয়াসিন আলী সোহেলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শ্রীপুর উপজেলা মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকলে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করেন।
What's Your Reaction?